প্রিয় পাঠক, বিবিধ ব্লগ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আর্টিকেলটি। আশাকরি ভালো আছেন, সুস্থ আছেন। আমারা আজকে জানবো ইলমুস সরফের একটি গুরুত্বপূর্ণ পাঠ সীগাহ বা ( صيغة ) সম্পর্কে। আপনি যদি সীগাহ ( صيغة ) কাকে বলে, আরবি সীগাহ কয়টি ও কি কি? ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে আজকের লেখাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। চলুন দেরি না করে জেনে নেই।
সীগাহ কি বা সীগাহ ( صيغة ) কাকে বলে
সীগাহ ( صيغة ) শব্দটি আরবি। সিগাহ শব্দের অর্থ – গঠন, রূপ, আকৃতি ইত্যাদি।
পরিভাষায় – কাংখিত অর্থের জন্য গঠিত শব্দের বিভিন্ন রূপকে সীগাহ ( صيغة ) বা শব্দরূপ বলে।
আরও সহজে বলা যায়, আরবি শব্দের বিভিন্ন রূপকে সীগাহ ( صيغة ) বলে।
উদাহরণের সাহায্যে আরও স্পষ্ট হই। সকল ভাষায়ই লিঙ্গ, পুরুষ ও সংখ্যা ভেদে শব্দের পরিবর্তন হয়। যেমন – আমি করেছি। সে করেছে। আরবিতে শব্দের এই পরিবর্তনকেই সিগাহ বলা হয়। যেমন –
- كتب – সে ( পুরুষ ) লিখেছে
- كتبت – আমি লিখেছি।
- كتبتم – তোমরা সবাই ( পুরুষ ) লিখেছো
সিগাহ নির্ণয়ের ক্ষেত্রে ৩ টি বিষয় খেয়াল রাখতে হয়।
১। বচন ( عدد )- একবচন, দ্বিবচন, বহুবচন واحد – تثنية – جمع
২। পুরুষ ( شخص ) – উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নামপুরুষ। غائب حاضر متكلم
৩। জিনস ( جنس ) – স্ত্রী ও পুং লিঙ্গ مذكر مونث
আরবি সীগাহ কয়টি ও কি কি?
পুরুষ, লিঙ্গ ও বচন ভেদে আরবি ভাষায় শব্দরূপ সর্বমোট ১৮ টি। কিন্তু ২ টি ছিগা একাধিক রুপের জন্য ব্যবহৃত হয়। তাই, আরবি সিগাহ ১৪ টি। যথা –
নিম্নের চিত্র থেকে সিগাহ গুলো শিখে নিন।
সীগাহ চেনার উপায়
সিগাহ চেনার সহজ উপায় হল শব্দের শেষ অক্ষর গুলোর প্রতি খেয়াল রাখা। ১৪ টি সিগাহ এর ক্ষেত্রে ১৪ টি আলামত বা চিহ্ন রয়েছে। মূল শব্দ পরিবর্তিত হলেও ঐ চিহ্ন গুলো অপরিবর্তিত থাকে। উপরের ছবিগুলো থেকে খেয়াল করুন শেষের বর্ণ গুলো كتب – দিয়ে লিখলেও একই হবে।
প্রিয় পাঠক, আজকে আমরা ইলমুস সরফের একটি গুরুত্বপূর্ণ পাঠ সীগাহ কাকে বলে? আরবি ১৪ টি সীগাহ ও কি কি? এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানলাম। ইলমুস সরফ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন খুব সহজে … যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও শেয়ার করুন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই রাখছি। ভালো থাকুন, বিবিধ ব্লগের সাথেই থাকুন। যে কোন প্রশ্ন ও পরামর্শ জানাতে কমেন্ট করুন এখনি।
আলহামদুলিল্লাহ। সম্পর্কে ধারণা পেলাম। এতদিন বিষয়টি অস্পষ্ট ছিল এখন সিগা এর অর্থ বুঝতে পারলাম। জাযাকাল্লাহ খায়ের
অসংখ্য ধন্যবাদ… বিবিধ ব্লগ এর সাথেই থাকুন। বন্ধুদের সাথে শেয়ার করুন।
সীগাহ পড়ে চমৎকার লিখা মনেহলো। জাযাকাল্লাহ খাইরান।
ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইর
জাযাকাল্লাহ
Thanks, stay connected with us and share with your friends