ফেলে নাহি কাকে বলে? বিস্তারিত

প্রিয় পাঠক, আশাকরি ভালো আছেন। বিবিধ ব্লগ এ আপনাকে স্বাগত। ফেল এর একটি প্রকার হল (فعل النهي) ফেলে নাহি। আজকে আমারা ফেলে নাহি কাকে বলে? বিস্তারিত জানবো। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। চলুন দেরি না করে শুরুকরি।

ফেলে নাহি কাকে বলে

ফেল শব্দের অর্থ ক্রিয়া। ফেল সম্পর্কে বিস্তারিত জানুন।

নাহি আরবি শব্দ। নাহি শব্দের অর্থ – নিষেধ করা, বারণ করা, বাধা দেয়া।

فعل النهي বা ফেলে নাহি শব্দের অর্থ – নিষেধ সূচক ক্রিয়া।

ব্যাকরণের ভাষায় – যে ফেল দ্বারা নিষেধ করা বুঝায় তাকে ফেলে নাহি বলা হয়

চলুন উদাহরণের সাহায্যে দেখে নেই – لأ تنصر – তুমি তাকে সাহায্য কর না।

নাহির সিগাহ ( সিগাহ সম্পর্কে জানুন ) সমূহকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা –

  • নাহ হাদের – ( امر الحضر )
  • নাহি গায়েব – ( امر الغائب )
  • নাহি মুতাকাল্লিম – ( امر المتكلم )

আর এই তিন প্রকারের সিগাহ সমূহের গঠনপ্রণালী ও ভিন্ন। গঠন প্রণালী সম্পর্কে জানতে ইলমুস সরফের বই pdf download করে নিন।

আশাকরি, আজকের আর্টিকেল থেকে ফেলে নাহি কাকে বলে? জানতে পেরেছেন। বিবিধ ব্লগ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লেখাটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনার যে কোন পরামর্শ অথবা প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আজকের মত এখানেই রাখছি। ভালো থাকুন, জ্ঞান অর্জন করুন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *