জুমলা কাকে বলে? জুমলা কত প্রকার ও কী কী?

প্রিয় পাঠক, বিবিধ ব্লগ এ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা জানবো ইলমে নাহু এর গুরুত্বপূর্ণ বিষয় জুমলা ( جملة )। জুমলা কাকে বলে? জুমলা কত প্রকার ও কী কী? চলুন দেরি না করে জেনে নেই। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ।

জুমলা কাকে বলে

জুমলা ( جملة ) একটি আরবি শব্দ। এর অর্থ – বাক্য। আরবিতে জুমলা এর আরেক নাম কালাম। ইংরেজিতে বলা হয় “Sentence”।

যে শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং শ্রোতাও সম্পূর্ণ অর্থ বুঝতে পারে, তাকে জুমলা ( جملة ) বলা হয়।

জুমলা কত প্রকার ও কী কী?

জুমলা দুই প্রকার। যথা –

  1. জুমলা খবরিয়া – جملة الخبرية
  2. জুমলা ইনশাইয়া

জুমলা খবরিয়া

যে বাক্যের বক্তাকে তার বক্তার ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, তাকে জুমলায়ে খবরিয়া ( جملة الخبرية ) বলে। যেমন – زيد قائم – জায়েদ দণ্ডায়মান।

জুমলা ইনশাইয়া

যে বাক্যের বক্তাকে তার বক্তার ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনটাই বলা যায় না, তাকে জুমলায়ে ইনশাইয়া বলে। যেমন – إضرب زيد – জায়েদ কে প্রহার কর।

জুমলা খবরিয়া আবার ২ প্রকার। যথা –

  1. জুমলা ইসমিয়া – جملة الاسمية
  2. জুমলা ফেলিয়া – جملة الفعلية

জুমলা ইসমিয়া ( جملة الاسمية )

যে বাক্যের প্রথম অংশ ইসম তাকে জুমলায়ে ইসমিয়া বলে। যেমন – زيد قائم – জায়েদ দণ্ডায়মান।

ইসম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…

জুমলা ফেলিয়া ( جملة الفعلية )

যে বাক্যের প্রথম অংশ ফেল তাকে জুমলায়ে ফেলিয়া বলে। যেমন – خرج زيد – জায়েদ বের হয়েছে।

ফেল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…

প্রিয় পাঠক, আজকের লেখা থেকে আমরা জানলাম জুমলা কাকে বলে? জুমলা কত প্রকার ও কী কী? বিস্তারিত। আশাকরি উপকৃত হয়েছেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। এছাড়া, আপনার যে কোন প্রশ্ন ও পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন।

আজকে এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। ততোক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *