ইসমে ফায়েল কাকে বলে? ইসমে ফায়েল কত প্রকার ও কি কি?

ইসমে মুশতাক এর একটি প্রকার হল ইসমে ফায়েল। ইসমে ফায়েল কাকে বলে? ইসমে ফায়েল কত প্রকার ও কি কি? এ সম্পর্কে বিস্তারিত জানতে আজকের লেখাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। শেষ পর্যন্ত পড়লে আশাকরি উপকৃত হবেন।

ইসমে ফায়েল কাকে বলে?

ইসম শব্দের অর্থ – বিশেষ্য। আর ফায়েল শব্দের অর্থ – কর্তা । ইসমে ফায়েল ( اسم الفاعل ) অর্থ – কর্তৃবাচক বিশেষ্য।

সহজভাবে বললে ইসমে ফায়েল হল – কর্তা বা ফেল বা ক্রিয়া সম্পাদনকারী।

ফেল থেকে গঠিত যে ইসম দ্বারা ফেল বা ক্রিয়া সম্পাদন কারীকে বুঝায় তাকে, ইসমে ফায়েল বলে। যেমন- جلس خالد বা খালেদ বসেছে। এই বাক্যে جلس – বসা ক্রিয়া সম্পন্ন করেছে خالد – খালেদ। অর্থাৎ, ফায়েল হল খালেদ (خالد)।

ইসমে ফায়েলে ( اسم الفاعل ) এর গঠন প্রণালী ও সিগাহ সমূহ জানতে মুজান মুনশাইব ও ইলমুস সরফ বই এর সহযোগিতা নিতে পারেন। ইলমুস সরফ ও মিজান মুনশাইব বই pdf ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইটের pdf ডাউনলোড ট্যাগ এ ক্লিক করলে সকল pdf ডাউনলোড এর লিঙ্ক পেয়ে যাবেন।

ইসমে ফায়েল কত প্রকার ও কি কি?

ইসমে ফায়েল ২ প্রকার এর হতে পারে। যথাঃ

১। যমীর বা সর্বনাম

২। প্রাকাশ্য ইসম

প্রকারগুলো আমরা ২ টি উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি। বাক্যগুলো হল-

আমি যাই। ذهبت – ‘আমি’ হল একটি যমীর বা সর্বনাম। এটি একটি ফায়েল।

খালেদ খায়। اكل خالد – এই বাক্যে ‘খালেদ’ হল – প্রকাশ্য ইসমে ফায়েল

অথবা শুধু মাত্র ইলমুস সরফের pdf ডাউনলোড করতে ক্লিক করুন।

মিজান মুনশাইব pdf ডাউনলোড করতে ক্লিক করুন।

প্রিয় পাঠক, আজকের লেখা থেকে আমরা ইসমে ফায়েল কাকে বলে? ইসমে ফায়েল কত প্রকার ও কি কি? ও ইসমে ফায়েল সম্পর্কে আরও বিস্তারিত জানার উপায় উপকরণ গুলো সম্পর্কে জেনেছি। আশাকরি, উপকৃত হয়েছেন। লেখাটি ভালো লাগলে, কমেন্ট ও শেয়ার করুন। এছাড়াও, আপনার যে কোন পরামর্শ ও প্রশ্ন লিখে ফেলুন কোন সংকোচ ছাড়াই। আজ এপর্যন্তই, আবার কথা অন্য কোন টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *