প্রিয় পাঠক, বিবিধ ব্লগ এ আপনাকে স্বাগতম। ফেলে মাজি হল ফেল এর একটি প্রকার। প্রত্যেক ভাষার ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ হল ক্রিয়া বা ফেল। আর আরবিতে ফেলে এর একটি প্রকার হল ফেলে মাজি। ফেলে মাজি আরবি ব্যাকরণ বা ইলমুস সরফের একটি গুরুত্ব পূর্ণ পাঠ। ফেলে মাজি কাকে বলে ও মাজি কত প্রকার তা নিম্নে বিস্তারিত উদাহরণসহ তুলে ধরা হল। ফেলে মাজি সম্পর্কে বিস্তারিত সহজ ও সাবলীল ও উধাহরণ সহ জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
ফেলে মাজির পরিচয়
ফেলে মাজি একটি যৌগিক শব্দ। একটি ফেল অন্যটি মাজি। ফেল শব্দের অর্থ ক্রিয়া। মাজি অর্থ – অতীত।
ফেলে মাজি শব্দের অর্থ – অতীত কাল
যে ফেল অতীত কালে কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে ফেলে মাজি বলে। যেমনঃ خرج সে বের হল।
ফেলে মাজি কত প্রকার ?
মাজি ৬ প্রকার –
مضي مطلق – সাধারণ অতীত
مضي قريب – নিকটবর্তী অতীত
مضي بعيد – দূরবর্তী অতীত
مضي استمراري – চলমান অতীত
مضي احتمالي – সম্ভাবনাময় অতীত
مضي تمني – আকাঙ্ক্ষাসূচক অতীত
আমরা ফেলে মাজি কাকে বলে ও মাজি কত প্রকার তা জানলাম। ফেলে মাজি সম্পর্কে জানার পূর্বে ফেল সম্পর্কে জানা প্রয়োজন। ফেল সম্পর্কে ভালো করে জানতে আমদের আরেকটি আর্টিকেল পড়তে পারেন। ফেল কাকে বলে ও কত প্রকার? ফেল এর আলামত সমূহ কি?
আর ফেল হল ইলমুস সরফের একটি গুরুত্বপূর্ণ পাঠ। ইলমুস সরফ সম্পর্কে জানতে অথবা ইলমুস সরফের বই ডাউনলোড করেতে এই লিঙ্কে ক্লিক করুন।