ইসিম কাকে বলে? ইসম কত প্রকার? বিস্তারিত

প্রিয় পাঠক, বিবিধ ব্লগ এ আপনাকে অভিনন্দন। আজকে আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ পাঠ ( إسم ) ইসিম কাকে বলে? ইসিম কত প্রকার ও কি কি? ইসিম এর আলামত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা কালিমা এর আলচনায় ইসিম সম্পর্কে জেনেছিলাম। ইসিম হল কালিমা এর একটি প্রকার। যাইহোক, দেরি না করে চলুন জেনে নেই ইসিম সম্পর্কে বিস্তারিত। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ। আশাকরি, উপকৃত হবেন।

( إسم ) ইসিম কাকে বলে?

ইসিম ( إسم ) একটি আরবি শব্দ। ইসিম শব্দটি একবচন, বহুবচনে আসমাউন। এর শাব্দিক অর্থ – নাম বা বিশেষ্য।

আরবি ব্যাকরণ অনুযায়ী – যে শব্দ কোন কিছুর নাম বা গুণ বোঝায়, তাকে ইসিম বলে।

অন্যভাবে বলা যায়, যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার সাথে তিন কালের কোনো কালের সম্পর্ক থাকে না তাকে ইসিম বলে

ইসম এর আরবি সংজ্ঞা – هو ما دل على معنى فى نفسه ولا يقترن بأحد الأزمنة الثلاثة

  • যেমনঃ
  • খালিদ – ব্যক্তির নাম।
  • কিতাব – বস্তুর নাম।

ইসম কত প্রকার?

এই পর্বে আমারা ইসম এর প্রকারভেদ সম্পর্কে জানবো। ইসম এর প্রকারভেদ নিয়ে একটু বিস্তারিত আলচোনা প্রয়োজন। সাধারণত ইসম ৩ প্রকার। যথা –

  • ইসমে জামেদ ( إسم جامد )
  • ইসমে মাসদার (إسم مصدر )
  • ইসমে মুশতাক ( إسم مشتق )

আবার গঠন অনুসারে ইসিম ২ প্রকার। যথা –

  • ইসমে জামেদ ( إسم جامد )

যে ইসম অন্য কোন ইসম থেকে গঠিত নয় তাকে ইসমে জামেদ বলে

  • ইসমে মুশতাক ( إسم مشتق )

যে ইসম ইসমে মাসদার থেকে গঠিত হয় তাকে ইসমে মুশতাক বলে।

ইসমে মুশতাক সম্পর্কে বিস্তারিত জানুন সহজে …..

ইসমে মাসদার সম্পর্কে বিস্তারিত জানুন সহজে……

ইসিমের আলামত কি কি?

ইসম এর প্রধান আলামত ৩ টি। যথা –

  • শব্দের শুরুতে আলিফ লাম ( ال ) থাকা। যেমন – الكتاب
  • শব্দের শেষে তানবিন থাকা। যেমন – كتبٌ
  • শব্দের শেষে গোল তা ( ةٌ ) থাকা। যেমন – شجرةٌ

প্রশ্নে প্রশ্নে ইসিম

ইসম শব্দের অর্থ কি? – ইসম শব্দের অর্থ – নাম বা বিশেষ্য।

ইসম শব্দের বহুবচন কি? – ইসম শব্দের বহুবচন আসমাউন।

ইসম কত প্রকার? – সাধারণত ৩ প্রকার।

যবনিকা

বিবিধ ব্লগ এর প্রিয় পাঠক, আজকে আমরা ইসিম কাকে বলে? ইসিম কত প্রকার ও কি কি? ইসম এর আলামত সম্পর্কে জানলাম। লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের নিকট শেয়ার করুন। আর আপনার মতামত জানান কমেন্টে। আপনার যে কোন প্রশ্ন, মতামত, পরামর্শ আমাদের জানাতে পারেন কমেন্ট করে, ইমেইলে অথবা যোগাযোগ পেজ এর মাধ্যমে। আজ এ পর্যন্তই। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

2 thoughts on “ইসিম কাকে বলে? ইসম কত প্রকার? বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *