মুবতাদা ও খবর কাকে বলে? মুবতাদা ও খবর এর হুকুম?

শুরুকথা

প্রিয় পাঠক আশা করি ভাল আছেন। বিবিধ ব্লগ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি মুবতাদা ও খবর কাকে বলে এবং মুবতাদা ও খবর এর হুকুম সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

পৃথিবীতে প্রায় ৭,১১১ টি ভাষা রয়েছে।  তন্মধ্যে আরবি একটি প্রাচীন ও জনপ্রিয় ভাষা। প্রত্যেক ভাষার বিকৃতি রক্ষার জন্য ব্যাকরণ বা গ্রামার রয়েছে। ঠিক আরবি ভাষায় ও ব্যাকরণ রয়েছে। আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইলমুন নাহু (علم النحو)। এই লেখা থেকে আমরা ইলমে নাহু এর গুরুত্বপূর্ণ একটি পাঠ মুবতাদা ও খবর (مبتدأ وآلخبر) নিয়ে আলোচনা করবো। আশাকরি উপকৃত হবেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

শিখনফলঃ

  • মুবতাদা ও খবরের পরিচয় প্রদান করতে পারবে।
  • মুবতাদা ও খবর এর হুকুম বর্ণনা করতে পারবে।
  • ইলমে নাহুর জ্ঞান বাড়বে।

মুবতাদা কাকে বলে

মুবতাদা (مبتدأ) আরবি শব্দ। এটি আরবি ব্যাকরণের একটি পরিভাষা। মুবতাদা শব্দের অর্থ

  • উদ্দেশ্য
  • Subject

আরবি ব্যাকরণের ভাষায়- যে ইসম সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে মুবতাদা বলে।

সহজে বলা যায়- বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে।

অন্যভাবে বলা যায়, যার সম্পর্কে খবর প্রদান করা হয় তাকে মুবতাদা বলে।

খবর কাকে বলে

খবর (الخبر) ও একটি আরবি শব্দ। খবর শব্দের অর্থ

  • বিধেয়,
  • সংবাদ, 
  • Predicate

বাক্যে মুবতাদাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাই খবর। 

বাক্যে মুবতাদা ব্যাতিত সবকিছুই খবর।

উদাহরণঃ

চলো একটি উদাহরণ এর সাহায্যে স্পষ্ট হই।

খালেদ তলিবুন জাকিয়ুন।

এখানে খালেদ হল মুবতাদা আর বাকি সব খবর।

ইংলিশ গ্রামার এর subject- predicate, বাংলা ব্যাকরণের উদ্দেশ্য-বিধেয় ই আরবি ব্যাকরণের মুবতাদা খবর।

মুবতাদা ও খবর এর হুকুম

  • মুবতাদা বাক্যের শুরুতে আসে খবর পরে আসে।
  • মুবতাদা ও খবর উভয়ই রফা বিশিষ্ট হয়।
  • মুবতাদা মারেফা হয় খবর নাকেরা হয়।

মারেফা ও নাকেরা সম্পর্কে বিস্তারিত জানুন…

যবনিকাঃ

আমরা আজকের আলোচনা থেকে মুবতাদা ও খবর সম্পর্কে জানলাম। আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন এ প্রশ্ন করুন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো। আপনি কোন বিষয়ে আর্টিকেল পেতে চান সেটা জানাতে ভুলবেন না। 

বিবিধ ব্লগ চেষ্টা করছে শিক্ষা, প্রযুক্তি, কৃষি সহ জীবনের বিভিন্ন সমস্যার একটি সুন্দর, সহজ এবং নির্ভরযোগ্য সমাধান বাংলা ভাষায় প্রদানের জন্য। আপনার কোন পরামর্শ বা সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন। বিবিধ ব্লগ এর উন্নয়নের জন্য আপনার উৎসাহ ও পরামর্শ একান্ত প্রয়োজন। তাই দেরি না করে এখনি কমেন্ট করুন একদম বিনামূল্যে। 

আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উপকৃত হলে অবশ্যই পাশের শেয়ার আইকন এ ক্লিক দিয়ে শেয়ার করবেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন। আপনার দীর্ঘায়ু ও চিরস্থায়ী সফলতা কামনা করে আজকের মত এখানেই রাখছি।

6 thoughts on “মুবতাদা ও খবর কাকে বলে? মুবতাদা ও খবর এর হুকুম?

  1. অনির্দিষ্ট‌বাচক শব্দ কি মুবতাদা হতে পারে??
    যেমন تحت الطاولة كتاب । এই বাক্যের তারকীব কি?

  2. মুবতাদা ও খবরে কি মিল থাকা জরুরী??? যেমন – الجنة عجيبة এখানে الجنة عجيب বললে কি ভুল হবে???

    1. হ্যাঁ, মুবতাদা এবং খবর মিল থাকা জরুরী। الجنة عجيب এভাবে বললে ভুল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *