মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি ও কি কি?

প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। ঠিক তেমনি আরবি হরফের উচ্চারণ রীতি আছে। আরবি হরফের উচ্চারণ রীতিকে মাখরাজ বলা হয়। এটি ইল্মুত তাজভিদ এর একটি পরিভাষা। মাখরাজ ইল্মুত তাজভিদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মাখরাজ শব্দের অর্থ কি? (مخراج) মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি ও কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।

মাখরাজ এর পরিচয়

মাখরাজ শব্দের অর্থ কি?

(مخراج) মাখরাজ একটি আরবি শব্দ। এর অর্থ- 

  • বের হওয়ার স্থান,
  • উচ্চারণের স্থান।

মাখরাজ কাকে বলে?

ইল্মুত তাজবিদের পরিভাষায়, আরবি হরফসমূহ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। ২৯ টি আরবি হরফ ১৭ টি মাখরাজ এর মাধ্যমে উচ্চারিত হয়।

যদি প্রশ্ন হয় মাখরাজ কয়টি?

উত্তরঃ মাখরাজ ১৭ টি। 

১৭ টি মাখরাজের আবার ৫ টি মাকাম (অঙ্গ বা যন্ত্র) রয়েছে।

তা হলঃ

  1. কণ্ঠনালী, 
  2. জিহ্বা,
  3. দুই ঠোঁট,
  4. নাসিকা মূল ও
  5. মুখের ভিতর খালি যায়গা।

১৭ টি মাখরাজ

মাখরাজ শিখার অনেক মাধ্যম বা বই রয়েছে। আমরা নিম্নে মাখরাজ মনে রাখার সহজ উপায় নূরানি পদ্ধতিতে প্রদান করলাম।

  • ১। নম্বর মাখরাজঃ হলকের শুরু হইতে- হামঝা, হা
  • ২। নম্বর মাখরাজঃ  হলকের মধ্যখান হইতে- আইন, হা
  • ৩। মাখরাজ হলকের শেষ ভাগ হইতে- গইন, খ 
  • ৪। নম্বর মাখরাজঃ  জিহ্বার গোঁড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া- কফ
  • ৫। নম্বর মাখরাজঃ জিহ্বার গোঁড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ
  • ৬। নম্বর মাখরাজঃ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া
  • ৭। নম্বর মাখরাজঃ জিহ্বার গোঁড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোঁড়ার সঙ্গে লাগাইয়া দোয়াদ
  • ৮। নম্বর মাখরাজঃ জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের গোঁড়ার সঙ্গে লাগাইয়া লাম 
  • ৯। নম্বর মাখরাজঃ জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নূন  
  • ১০। নম্বর মাখরাজঃ জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র 
  • ১১। নম্বর মাখরাজঃ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোঁড়ার সাথে লাগাইয়া ত্ব দাল তা  
  • ১২। নম্বর মাখরাজঃ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া সোয়াদ সিন ঝা
  • ১৩। নম্বর মাখরাজঃ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া যোয়া যাল ছা 
  • ১৪। নম্বর মাখরাজঃ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 
  • ১৫। নম্বর মাখরাজঃ দুই ঠোঁট গোল করিয়া মিম, ওয়াও, বা 
  • ১৬। নম্বর মাখরাজঃ মুখের খালি যায়গা হতে মাদের হরফ উচ্চারিত হয়। ওয়াও আলিফ ইয়া
  • ১৭। নম্বর মাখরাজঃ নাকের বাসি হতে গুন্নাহ উচ্চারিত হয়। ইন্না, আন্না

মাখরাজের প্রয়োজনীয়তা

কুরআন আল্লাহর কালাম বা কথা সংবলিত কিতাব। এই কিতাব পাঠের নিয়ম আল্লাহ শিখিয়ে বলেন-

তোমরা তারতিল সহকারে ধীরে ধীরে কুরআন পাঠ করো। 

তারতিল সহকারে কুরআন পাঠ করা খুবই জরুরি। আর মাখরাজ বা আরবি হরফের সঠিক উচ্চারণ ছাড়া তারতিল সহকারে পড়া সম্ভব নয়। মাখরাজ সঠিক না হলে একটি হরফ আরেকটি হরফের মত হতে পারে। সেক্ষেত্রে অর্থ পাল্টে গেলে গুনাহ হবার আশঙ্কা থাকে।

মদ্রাসা শিক্ষা বিষয়ক আর্টিকেল গুলো পড়ুন…

যবনিকা

আমরা আজকের আলোচনা থেকে মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি ও কি কি? সম্পর্কে জানলাম। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন এ প্রশ্ন করুন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো।

বিবিধ ব্লগ চেষ্টা করছে শিক্ষা, প্রযুক্তি, কৃষি সহ জীবনের বিভিন্ন সমস্যার একটি সুন্দর, সহজ এবং নির্ভরযোগ্য সমাধান বাংলা ভাষায় প্রদানের জন্য। আপনার কোন পরামর্শ বা সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন। বিবিধ ব্লগ এর উন্নয়নের জন্য আপনার উৎসাহ ও পরামর্শ একান্ত প্রয়োজন। তাই দেরি না করে এখনি কমেন্ট করুন একদম বিনামূল্যে। আপনি কোন বিষয়ে আর্টিকেল পেতে চান সেটা জানাতে ভুলবেন না।

আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন। আজকের মত এখানেই রাখছি।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *