মারেফা নাকেরা কাকে বলে? মারেফা কত প্রকার ও কি কি

প্রিয় পাঠক, বিবিধ ব্লগে আপনাকে স্বাগতম। ইলমুন নাহু এর গুরুত্বপূর্ণ পাঠ মারেফা ও নাকেরা সম্পর্কে আজকের এই আর্টিকেলটি। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। আশাকরি উপকৃত হবেন। আমাদের লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।

ইলমুন নাহু এর একটি গুরুত্বপূর্ণ পাঠ মারেফা ও নাকেরা (معرفة – نكرة )। নির্দিষ্ট ও অনির্দিষ্ট বিবেচনায় ইসম বা বিশেষ্য ২ প্রকার।

  • ১. মারেফা معرفة – নির্দিষ্ট
  • ২. নাকেরা نكرة – অনির্দিষ্ট

মারেফা কাকে বলে?

মারেফা ( معرفة ) শব্দটি একবচন। এর বহুবচন মা’য়ারিফু। معرفة – মারেফা শব্দের অর্থ – জানা, বুঝা, শিক্ষা, পরিচয়, ঞ্জান, নির্দিষ্ট ইত্যাদি।

আরবি ব্যকরণে,যে ইসম কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে মারেফা বলে।

উদাহরণঃ الكتاب – বইটি ( নির্দিষ্ট করে একটি বইকে বুঝানো হয়েছে )

নাকেরা কাকে বলে?

যে ইসম কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে নাকেরা বলে।

উদাহরণঃ كتاب – একটি বই ( অনির্দিষ্ট করে যে কোন একটি বইকে বুঝানো হয়েছে )

মারেফা নাকেরা সম্পর্কিত কিছু নিয়ম কানুনঃ

  • কোন ব্যক্তি বা স্থানের নাম সর্বাবস্থায় معرفة হয়।
  • ( ال ) আলিফ লাম যুক্ত শব্দ মারেফা হয়। আর নাকেরা এ আলিফ লাম হয় না।
  • নাকেরা শব্দের শেষ অক্ষরে সাধারণত তানবিন হয়। মারেফা এর শেষ অক্ষরে সাধারণত তানবিন হয় না।
  • নাকেরার শুরুতে আলিফ লাম ( ال ) যোগ করলে মারেফা হয়ে যায়। মারেফা থেকে আলিফ লাম ( ال ) বাদ দিলে নাকেরা হয়ে যায়।

মারেফা কত প্রকার ও কি কি?

মারেফা ৭ প্রকারঃ

  1. العلم
  2. ضمير
  3. اسماء الاشارة
  4. اسماء الموصولة
  5. المعرف بالالف واللام
  6. المعرف بالاضافة
  7. المعرف بالنداء

মারেফা নাকেরা সম্পর্কিত আলোচনা আজ এ পর্যন্তই। ইলমুন নাহু সম্পর্কিত বই থেকে আপনি এই প্রকারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। ইলমুন নাহু এর বই কিনতে পারেন। অথবা বর্তমানের জনপ্রিয় মাধ্যম pdf download করে নিতে পারেন। হেদায়াতুন নাহু আরবি বাংলা pdf অথবা নাহু সরফ বই pdf downlaod করতে এই লিঙ্কে ক্লিক করুন

প্রিয় পাঠক, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন এখনি। এছাড়াও, আপনি কোন বিষয়ে লেখা পেতে চান সেটিও কমেন্ট আমাদের জানাতে পারেন। আশাকরি, আজকের মারেফা নাকেরা কাকে বলে? কত প্রকার ও কি কি? এটি পাঠের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *