মাসদার কাকে বলে? কত প্রকার? বিস্তারিত

প্রিয় পাঠক, আশাকরি ভালো আছেন। বিবিধ ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর্টিকেলটি। আমরা ইসম এর একটি গুরুত্বপূর্ণ প্রকার ইসমে মাসদার কাকে বলে? কত প্রকার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবো।

মাসদার কাকে বলে?

মাসদার ( مصدر ) একটি আরবি শব্দ। এটি একবচন। বহুবচনে মাসা-দির ( مصادر )। মাসদার শব্দের অর্থ – মূল, উৎপত্তিস্থল বা ক্রিয়ামূল।

ব্যাকরণের পরিভাষায় – যে ইসম কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে মাসদার বলে। যেমন –

অন্যভাবে বলা যায় – যে ইসম অন্য কোন ইসম থেকে গঠিত নয় বরং তার থেকে অন্য সকল ফেল ও ইসমে মুশতাক গঠিত হয় তাকে ইসমে মাসদার বলে।

মাসদার কত প্রকার কি কি

মাসদার প্রথমত ২ প্রকার। যথা –

  • সিমায়ি ( سماعي )
  • কিয়াসি ( قياسي )

এছাড়াও, বিভিন্ন দিক থেকে মাসদারের আরও প্রকারভেদ রয়েছে।

প্রিয় পাঠক, আজকের লেখাটি থেকে আমারা জানলাম, মাসদার কাকে বলে? কত প্রকার ও কি কি? লেখাটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দিন এখনি। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাসদার হল ইসম এর একটি প্রকার। ইসম সম্পর্কে বিস্তারিত জানুন। আজ এপর্যন্তই রাখছি। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *