মুরাক্কাব ( murakkab ) কাকে বলে? মুরাক্কাব কত প্রকার ও কি কি?

ইলমে নাহু এর গুরুত্বপূর্ণ পাঠ মুরাক্কাব। আজকের আলোচনা করবো মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব কত প্রকার ও কি কি? বিস্তারিত। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়লে উপকৃত হবেন বলে আশাকরছি।

মুরাক্কাব কাকে বলে

মানুষের মুখের ধনী বা আওয়াজকে লফজ বলে। মানুষের মুখের আওয়াজ বা লফজ দুই প্রকার। যথাঃ ১। মুফরাদ ২। মুরাক্কাব

মুরাক্কাব একটি আরবি শব্দ। মুরাক্কাব শব্দের অর্থ – যৌগিক।

দুই বা ততোধিক অর্থবোধক শব্দ দ্বারা গঠিত বক্তব্য বা বচনকে মুরাক্কাব বলে। যেমন – নতুন বই।

মুরাক্কাব কত প্রকার ও কী কী

মুরাক্কাব প্রথমত ২ প্রকার। যথাঃ

১। মুরাক্কাবে মুফিদ – পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য

২। মুরাক্কাবে গাইরে মুফিদ – অপূর্ণ অর্থবোধক শব্দসমষ্টি বা বাক্যাংশ

মুরাক্কাব মুফিদ

মুরাক্কাবে মুফিদ ঐ মুরক্কাবকে বলে, যার বক্তা বক্তব্য বলে চুপ করলে, শ্রোতা তা থেকে কোন খবর বা সংবাদ বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদ এর অপর নাম হচ্ছে জুমলা বা কালাম। যেমনঃ জায়েদ জ্ঞানী।

মুরাক্কাবে মুফিদ বা জুমলা ২ প্রকারঃ

১। জুমলায়ে খবরিয়া – সংবাদমূলক বাক্য

এটি আবার ২ প্রকার। যথাঃ ১। জুমলায়ে ইসমিয়া – নামবাচক বাক্য ২। জুমলায়ে ফেলিয়া – ক্রিয়াবাচক বাক্য

২। জুমলায়ে ইনশাইয়া – রচনামূলক বাক্য।

মুরাক্কাব গাইরে মুফিদ

মুরাক্কাবে গইরে মুফিদ ঐ মুরক্কাবকে বলে, যার বক্তা বক্তব্য বলে চুপ করলে, শ্রোতা তা থেকে কোন খবর বা সংবাদ বুঝতে পারে না। মুরাক্কাবে গইরে মুফিদ এর অপর নাম হল – মুরাক্কাবে নাকিস। যেমনঃ আল্লাহর রাসুল। ( প্রশ্ন থেকে যায় কে আল্লাহর রাসুল ) এটা হল মুরাক্কাবে গইরে মুফিদ।

মুরাক্কাব গাইরে মুফিদ এর প্রকারসমূহ। যথা –

  1. মুরাক্কাবে ইজাফি – مركب اضافي
  2. মুরাক্কাবে তাওসিফি – مركب توصفي
  3. মুরাক্কাবে বিনায়ি – مركب بنائي
  4. মুরাক্কাবে মানয়ি সরফ – مركب منع صرف
  5. মুরাক্কাবে সওতি – مركب صوتي

ইলমে নাহু সম্পর্কে বিস্তারিত জানুন…

ইলমে নাহু সম্পর্কিত অনেকগুলো বই ইতোমধ্যেই আমাদের সাইটে আপলোড করা আছে। আপনি ইলমে নাহু সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ঐ বইগুলো ডাউনলোড করে নিতে পারেন। বইগুলো ডাউলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

মুরাক্কাব হরফ

মুরাক্কাব হরফ এবং ইলমে নাহুর মুরাক্কাব এক নয়। মুরাক্কাব হরফ হল – নূরানি পদ্ধতিতে আরবি বা কুরআন লেখার পদ্ধতি শিক্ষা দেওয়ার সময় শেখানো হয়।

আরবিতে ২২ টি হরফ বা অক্ষর রয়েছে যেগুলো অন্য হরফের সাথে যুক্ত করে লেখা যায় এগুলোকে মুরাক্কাব হরফ বলা হয়।

আর ৭ টি হরফ রয়েছে যাদের যুক্ত করে লেখা যায় না। অর্থাৎ, এই হরফগুলো ডান পাশে যুক্ত করে অন্য হরফ লেখা যায় কিন্তু বাম পাশে যুক্ত করে কোন হরফ লেখা যায় না। যুক্ত করলে ঐ হরফটি পরিবর্তন হয়ে যায়। যে হরফ গুলোর মুরাক্কাব হয় না সেগুলো হল – আলিফ – দাল – জাল – র – ঝা – ওয়াও – হামজা।

মুরাক্কাব হরফ কয়টি

মুরাক্কাবের হরফ ২২ টি। আলিফ – দাল – জাল – র – ঝা – ওয়াও – হামজা – এই ৭ টি হরফ গুলো ব্যতিত বাকি ২২ টি হল মুরাক্কাব হরফ।

মুরাক্কাব এর নকশা

মুরাক্কাব এর নকশা এর মাধ্যমে মুরাক্কাবের ২২ টি হরফকে সহজভাবে উপস্থাপন করা হয়।

১ নং নকশা  – ىهسصط – এক দাঁত গোল মাথা তিন দাঁত চোয়াদের মাথা ত্বউক্ত নকশায় ১৩ হরফ মুরাক্কাব হয় – بنيتثفقسشصضطظ

মুরাক্কাব হরফ - মুরাক্কাব নকশা

২ নং নকশাঃ  উলটা দাঁত হা এর মাথা আইন এর মাথা লাম এর মাথা গোল হা মীম ,উক্ত নকশায় ৯ হরফ মুরাক্কাব হয়। যথাঃ حححعغلكهم

প্রিয় পাঠক, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানলাম মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব কত প্রকার ও কী কী? লেখাটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। এছাড়াও আপনার যে কোন পরামর্শ বা প্রশ্ন জানিয়ে এখনি।

আজ এ পর্যন্তই। আবার কথা অন্য কোন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবিধ ব্লগ এর সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *