তাহকীক করার নিয়ম

তাহকীক আরবি শব্দ। এর শাব্দিক অর্থ – বিশ্লেষণ করা। অর্থাৎ, কোন শব্দের শাব্দিক বিশ্লেষণই হল তাহকীক। তাহকীক করার নিয়ম জানতে আমাদের সরফের অনেক গুলো বিষয় জানতে হয়। আরবি ভাষা জানার জন্য শব্দের বিশ্লেষণ বা তাহকীক জানা প্রয়োজন। সাধারণত আরবি শব্দের তাহকিক বা বিশ্লেষণ করতে ৭ টি বিষয় উল্লেখ করা হয়। এ সকল বিষয়গুলো নিয়মিত চর্চার মাধ্যমে তাহকীক এ দক্ষ হতে হবে। বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হল –

১। সিগাহ – শব্দেররূপ,

সিগাহ সম্পর্কে বিস্তারিত জানতে – সিগাহ কাকে বলে? আরবি ১৪ টি সিগাহ লেখাটি পড়ুন।

২। বাহাস – ফেলের প্রকার, বাচ্য এবং বর্ণনা

বাহাস হল ফেলের বিভিন্ন প্রকার এবং তার বাচ্য এবং বর্ণনা এর উপর নির্ভর করে একটি শিরোনাম।

যেমনঃ ماضي مطلق معروف — مضارع مجهول

মনে রাখতে হবে বাহাস শুধু ফেল এর হয়। ইসিম এবং হরফ এর বাহাস হয় না।

৩। মাসদার – মূল শব্দ

 মূল, উৎপত্তিস্থল বা ক্রিয়ামূল। কোন শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে সেটি উল্লেখ করতে হয়। বিস্তারিত জানতে পড়ুন – মাসদার কাকে বলে? তার প্রকারভেদ।

৪। বাব – ফেলের

৫। মাদ্দাহ – মূল অক্ষর

৬। জিনস – লিঙ্গ

৭। মা’না – শাব্দিক অর্থ

ইসিম এর তাহকীক করতে শুধু বচন এবং মাসদার লিখে দিলেই হয়।

আরবি শব্দের তাহকীক করার নিয়ম একটু জটিল মনে হলেও নিয়মিত চর্চার মাধ্যমে এটিতে দক্ষ হয়ে উঠতে পারেন। এজন্য আপনাকে নিয়মিত পড়তে হবে পাশাপাশি চর্চা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *