বিবিধ ব্লগ সম্পর্কে

বিবিধ ব্লগ
বিবিধ ব্লগ

‘বিবিধ-ব্লগ’ হল গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বাংলা কন্টেন্ট শেয়ারিং সাইট। এ সাইটটি ব্যবহার করে আপনারা প্রয়োজনীয় সকল সমস্যার সহজ ও নির্ভরযোগ্য সমাধান পাবেন।

আমাদের এর স্লোগান হলঃ সমস্যার সহজ ও নির্ভরযোগ্য সমাধান।  Easy and reliable solution.

আমাদের ভিশন হলঃ বাংলা ভাষায় মানসম্মত কন্টেন্ট তৈরি করে জীবনকে সহজকরন।

আমাদের মিশনঃ প্রথমত, কোন বিষয় গুলতে কন্টেন্ট নেই সেটা খুজে বের করা। তারপর মানসম্মত কন্টেন্ট তৈরি করা। পরিশেষে, ‘Bibidh-blog’ বা ‘বিবিধ-ব্লগ’ সাইট ব্যবহার করে আপনাদের কাছে পৌঁছানোর মাধ্যমে সহযোগিতা করা।

‘বিবিধ-ব্লগ’ সাইট ব্যবহার করে বিভিন্ন বিষয় যেমনঃ প্রযুক্তি, শিক্ষা, কৃষি, পণ্য রিভিউ এবং অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমাদের সাইট এ বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রকাশিত হবে। তাই সে বিষয়ের প্রতি খেয়াল রেখে এই সাইট এর নামকরণ করা হয়েছে। ‘বিবিধ-ব্লগ’ হচ্ছে আমাদের এই সাইটের নাম। আমাদের সাইটের ইংলিশ নাম Bibidh Blog। এই সাইটের ইউ আর এল বা ঠিকানা হল https://bibidhblog.com/

‘Bibidh-blog’ বা ‘বিবিধ-ব্লগ’ সাইট তৈরির কারণ হল বাংলা ভাষায় মানসম্মত কন্টেন্ট এর অভাব। অনেক গুলা বিষয় সম্পর্কে বাংলা ভাষায় গুগলে সার্চ করলে মানসম্মত কোন আর্টিকেল খুজে পাওয়া যায় না। এই সাইট টি সেই শুন্যতা গুলো পূরণ এর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

বিবিধ-ব্লগ