টিউশনি পাওয়ার ওয়েবসাইট বা টিউশন মিডিয়া

ছাত্র জীবনে টাকা আয়ের অন্যতম একটি মাধ্যম হল টিউশন করানো। আর টিউশনি পাওয়ার অন্যতম এবং জনপ্রিয় মাধ্যম হল টিউশন মিডিয়া সাইট। নিম্নে টিউশনি পাওয়ার সেরা ওয়েবসাইট গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ

টিউশন মিডিয়া কি?

টিউশনি পাওয়ার জন্য কোন একটি মাধ্যম এর প্রয়োজন হয়, যার মাধ্যমে অভিভাবক ও টিউটর এর মাঝে একটি সেতু বন্ধন তৈরি হয় তাকে টিউশন মিডিয়া বলে। যেমনঃ রফিক একজন অভিভাবক সে তার সন্তানের জন্য একজন ভালো টিউটর খুঁজছে। একদিন রফিক তার আত্মিয় শফিককে বলল ভাল টিউটর এর সন্ধান দেওয়ার জন্য। শফিক তার বন্ধুর ছেলে হাসান এর সন্ধান দিল রফিক কে।

এখানে, শফিক হল টিউশন মিডিয়া। যে কোন কিছুই মাধ্যম হিসেবে ব্যবহারিত হতে পারে।

টিউশন মিডিয়া সাইট কি?

এখন এই আধুনিক যুগে এই টিউশন মিডিয়া এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি ওয়েবসাইট তৈরি করে রেখেছে। যেখানে এসে একজন অভিভাবক তার কেমন টিউটর প্রয়োজন সেরকম একটি জব পোস্ট করেন। এই একই সাইটে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্য যে কোন টিউশন প্রার্থী সেই জব পোস্টে আবেদন করে অনলাইন বা অফলাইনে টিউশন করতে পারেন। এই সবকিছুই একটি ওয়েবসাইট এর মাধ্যমে হয়ে থাকে। আর এই সাইট গুলোকে বলা হয় টিউশন মিডিয়া সাইট। টিউশন মিডিয়া সাইট গুলোকে টিউশনি ওয়েবসাইট ও বলে।

টিউশন পাওয়ার সেরা ওয়েবসাইট

বাংলাদেশে অনেকগুলো টিউশন মিডিয়া সাইট বা টিউশন পাওয়ার ওয়েবসাইট রয়েছে। টিউশন পাওয়ার সেরা ওয়েবসাইট গুলো হলঃ

  1. caretutors.com (খুবই ভালো সার্ভিস )
  2. dikkha.com
  3. tutorsheba.com
  4. bdtutors.com
  5. deshtutors.com
  6. dhakatutors.com
  7. tutionmedia.com

টিউশন পাওয়ার উপায় বা ঢাকায় টিউশন কীভাবে পাবেন? জানতে ক্লিক করুন।

টিউশন লিফলেট

টিউশনি পাওয়ার আরেকটি কার্যকারী মিডিয়া হল -টিউশন লিফলেট। লিফলেট হল একটি বিজ্ঞাপন যা টিউটর রা রাস্তা ঘাটে লাগিয়ে বা টাঙ্গিয়ে দেয়। যাতে অভিভাবক বা শিক্ষার্থীদের নিকট পৌঁছাতে পারে। আপনিও মাঝে মধ্যে রাস্তায় হাঁটার সময় হয়ত দেখেছেন – পড়াতে চাই বা বাসায় গিয়ে পড়াতে চাই এ ধরণের টিউশনির বিজ্ঞাপন

এখন আপনিও চাইলে এধরণের পড়াতে চাই লিফলেট বা পড়াতে চাই পোস্টার টাঙ্গিয়ে টিউশন মিডিয়া এর কাজটি করতে পারেন। পড়াতে চাই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনি আবাসিক এলাকাগুলোর আশেপাশে লাগাতে পারেন। কারণ, প্রাইভেট পড়ানোর বিজ্ঞাপন গুলো থেকে ও ভালো পরিমাণ সাড়া পাওয়া যায়।

আপনি নিজেও বানিয়ে নিতে পারেন টিউশন লিফলেট গুলো আপনার মোবাইল অথবা ল্যাপটপ এর মাধ্যমে। অথবা আপনি আমাদের সাইট থেকে আপনার তথ্য দিয়ে বানিয়ে নিতে পারেন আপনার লিফলেট টি মাত্র ২০ টাকায়। টিউশন লিফলেট টি আপনি চাইলে আপনাকে word file অথবা pdf আকারে দেওয়া হবে। আপনার টিউশন লিফলেট টি বানিয়ে নিতে ক্লিক করুন।

অথবা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আমাদের টেম্পলেট টি এবং নিজের মত কাস্টমাইজ করে নিতে পারেন। টিউশন লিফলেট word file অথবা pdf file download করে নিতে পারেন। টেম্পলেট টি ডাউনলোড করতে ক্লিক করুন।

লিফলেট লেখার নিয়ম

লিফলেট হল এক ধরনের বিজ্ঞাপন বা প্রচার পত্র। লিফলেট লেখার ধরা বাধা কোন নিয়ম নেই। তবে যে কোন প্রচারণা বা বিজ্ঞাপন এর মূল বিষয় হল –

  • দৃষ্টি আকর্ষণ
  • আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত জানানো।
  • আপনার পণ্য বা সেবা এর বিক্রয়।

এখন আপনি এই তিন টি বিষয় মাথায় রেখে আপনার পছন্দের সাইজ ও কালার দিয়ে আপনার টিউশন লিফলেট টি বানাতে পারেন। আপনি যদি নিজে সুন্দর ও আকর্ষণীয় লিফলেট না বানাতে পারেন তাহলে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন। আমাদের থেকে বানিয়ে নিতে ক্লিক করুন। আর আপনি নিজেও লিফলেট লেখার নিয়ম গুলো অনুসরণ করে বানিয়ে নিতে পারেন একটি আকর্ষণীয় ও সুন্দর টিউশন লিফলেট।

আজকে টিউশনি পাওয়ার ওয়েবসাইট গুলো এবং টিউশন লিফলেট বা পড়াতে চাই বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি উপকৃত হয়েছেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *